খাগড়াছড়িত কমিউনিটি রিডিং ক্যাম্প স্থায়িত্বকরণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

Published: 12 Nov 2017   Sunday   

খাগড়াছড়িতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে কমিউনিটি রিডিং ক্যাম্প’র কার্যক্রমকে স্থায়িত্বশীল করার লক্ষে জোরমরম এলাকায় রোববার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইবোন ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা। স্থানীয় মৌজা প্রধান লিটন রোয়াজার সভাপতিত্বে জোরমরম বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির প্রশাসনিক কর্মকর্তা ধনেশ্বর ত্রিপুরা, রিড প্রকল্পের প্রকল্প সমন্বয়ক দয়ানন্দ ত্রিপুরা, টেকনিক্যাল অফিসার লোকজ্যোতি চাকমা প্রমুখ।

 

প্রকল্পের ক্লাসরুম সহায়ক গোপীনাথ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জোরমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিস সুমিতা দেবী ত্রিপুরা, সহকারি শিক্ষক হিরেন্দ্রলাল রোয়াজা এবং জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়ক বাবু দয়ানন্দ ত্রিপুরা।

 

সভায় সহকারি শিক্ষক সুমিতা দেবী ত্রিপুরা এবং হিরেন্দ্রলাল রোয়াজা জানান, ২০১৫ সালে প্রকল্পের কার্যক্রম শুরুর সময় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঠন দক্ষতার ক্ষেত্রে তুলনামূলকভাবে অনগ্রসর ছিল। প্রকল্পের সহায়তায় ২০১৭ ছাত্র-ছাত্রীদের পঠন দক্ষতা বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়ের পিছিয়ে পরা শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে প্রকল্পের সহায়তায় একজন প্যারাশিক্ষক নিয়োগ, দুজন ভলান্টিয়ারের মাধ্যমে কমিউনিটি রিডিং ক্যাম্প স্থাপন করে ছাত্র-ছাত্রীদের পড়ার সক্ষমতা অর্জনে সহায়ক সেশন পরিচালনা, প্রকল্পের আওতায় শিক্ষকদের বাংলা পাঠদানের বিষয়ে প্রশিক্ষণ, শিক্ষার্থীদের শ্রেণি সহায়ক বিভিন্ন ধরনের গল্পের বই সরবরাহ, প্রকল্প স্টাফদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শন এবং শ্রেণি কার্যক্রমে সহায়তা ছাত্র-ছাত্রীদের পঠন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেছে।

 

 

তিনি আরো বলেন, কমিউনিটি রিডিং ক্যাম্প এর কার্যক্রম চলমান রাখতে পারলে তা শিশুদের মানসম্মত শিক্ষা লাভের ক্ষেত্রে সহায়তা করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত