রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

Published: 13 Nov 2017   Monday   

রাঙারাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি পৌরসভার ৯ ও ৬ নং ওয়ার্ডের সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারের মাঝে  সোমবার ২ বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়েছে।

 

স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা পুগোবেলের উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় শহরের রাঙাপানী এলাকায় টেকনিক্যাল পাড়া এলাকায়  ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯ নং পৌর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু। এ সময় পুগোবেলের নির্বাহী পরিচালক শান্তি পদ চাকমা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে পুগোবেল নির্বাহী পরিচালক বলেন, পাহাড় ধসের ঘটনায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে পরিবারের স্বজন হারিয়েছেন। কিন্তু স্বল্প অর্থে  সবাইকে ক্ষতিপুরণ দেওয়া সম্ভব নয়। হাতে যে পরিমাণ অর্থ আছে সেগুলো বিতরণ করা হয়েছে।

 

উল্লেখ্য গেল ১৩ জুন রাঙামাটিতে প্রবল বর্ষণে পাহাড় ধসের ঘটনায় ১২০ জন মারা যায়। আহত হয় ২ শতাধিক। ক্ষতিগ্রস্ত হয় ৩ হাজারের অধিক পরিবার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত