কাপ্তাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও সার বিতরন

Published: 13 Nov 2017   Monday   

কৃষি প্রনোদনা ২০১৭-২০১৮ অর্থ বছরের আওতায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সোমবার কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও   সার বিতরন করা হয়।

 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে বীজ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাই সা অং মার্মা।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী জানান, প্রতিজন কৃষককে ২ কেজি ভূট্টা বীজ, ১০ কেজি এমওপি সার এবং ২০ কেজি করে ডিএপি সার বিতরন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত