খাগড়াছড়িতে বিশ্ব ডায়াবেটিস দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Published: 14 Nov 2017   Tuesday   

“নারী ও ডায়াবেটিস, সুন্দর আগামীর অধিকার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার খাগড়াছড়িতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

 

শিল্পকলা একাডেমী হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।খাগড়াছড়ি ডায়াবেটিক সমিতি সহ সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম,সহকারী পুলিশ সুপার এসএম সালাহউদ্দিন ,জেলা আওয়ামীলীগ স্থায়ী সদস্য উপদেষ্টা মো. নুরুনবী চৌধুরী, সিভিল সার্জন ডা: মো.শওকত হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ভাইস চেয়ারম্যান রনি ত্রিপুরা, ডায়াবেটিস সমিতি নির্বাহী সদস্য সুদর্শন দত্ত ,পৌর কমিশনার মো. মাসুদসহ অন্যান্য দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এতে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, সহাকরী পুলিশ সুপার এসএম সালাহউদ্দিন,জেলা আওয়ামীলীগে স্থায়ী সদস্য উপদেষ্টা মো. নুরুনবী চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ,সিভিল সার্জন ডা: শওকত হোসেন, ডায়াবেটিস সমিতি নির্বাহী সদস্য সুদর্শন দত্ত প্রমূখ ।

 

এর আগে খাগড়াছড়ি ডায়াবেটিক সমিতি আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী  বের করা হয়।

 

প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বক্তব্যে বলেন, নিজেকে আগে সচেতন হতে হবে । নিজের সচেতন হলে সমাজ পরিবর্তন আসবে। দিনদিন আমাদের ভবিষ্যৎ প্রজম্ম সন্তানরা মাদকারসক্ত সাথে জড়িয়ে যাচ্ছে। তারা মাকারসক্ত ক্ষতি দিকে সম্মুখিন হচ্ছে।সমাজের শতকরা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন পাশেন মাদকাসক্ত জড়িয়ে যাচ্ছে আমাদের সন্তানরা। সেজন্য অভিভাবকরা সচেতন হতে হবে এবং সন্তানদের প্রতি নজর ও সন্তাদের শাসন নয় আদর ভালবাসা দিয়ে গড়িয়ে তোলা আহ্বান জানান। তিনি আরো বলেন ডায়াবেটিস রোগের স্থায়ী সমাধান হচ্ছে ব্যায়াম করা। সকালের ঘুম নিয়মিত ব্যায়াম করলে কিছুটা ডায়াবেটিস রোগ কম হবে । ব্যায়াম ছাড়া কোন বিকল্প নেই ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত