কাপ্তাইয়ে এসডিজি এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

Published: 16 Nov 2017   Thursday   

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং,সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা,টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ(এসডিজি) এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলার চিৎমরম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন কাপ্তাই ১৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম পিএসসি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাই,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মদ,৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা,৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান চাইথোয়াইহ্লা চৌধুরী,চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্যাসুই প্রু  মার্মা। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মো: হারুন। আলোচনা সভায় সঞ্চালনা করেন সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এবং তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম।

 

আলোচনা সভায় চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ওয়েলিচিং মার্মা সকলকে মাদক ও সন্ত্রাস ছেড়ে সুস্হ জীবনে আসার আহ্বান জানান।

 

এর আগে তথ্য অফিসের শিল্পি রফিক আশেকী, বসুদেব মল্লিক, শিমলা ভট্রাচার্য্য,হোসেন আলী এবং অভিরাম দাশের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং স্বানীয় জনপ্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন মধ্যম আয়ের দেশে এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস,মাদক, জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ সমাজের জন্য কুফল বয়ে আনে। তাই ছাত্র-ছাত্রীদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। এছাড়া এইসব বিষয়ে অভিভাবকদেরকে আরোও বেশী সচেতন হতে হবে।

 

আলোচনা সভায় বক্তারা আরো বলেন সরকার সন্ত্রাস বিষয় জিরো টলারেন্স দেখাচ্ছে, তাই সন্ত্রাস এবং জঙ্গিবাদ করে কেউ রক্ষা পাবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত