সাপ্তাহিক বাজার বন্ধ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজস্থলীর ইসলামপুরবাসীর মানববন্ধন

Published: 17 Nov 2017   Friday   

রাঙামাটি রাজস্থলী উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা মোটর বাইক চালক আব্দুল আলিমের উপর সন্ত্রাসীদের হামলা ও ইসলামপুর সাপ্তাহিক বাজার বন্ধনের প্রতিবাদে শুক্রবার মানববন্ধন করেছে ইসলামপুরবাসী।


রাজস্থলী উপজেলার ইসলামপুর বাজারে মানববন্ধন চলাকালে ইসলামপুর এলাকাবাসীর পক্ষে সাদ্দাম হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইমদাদুল হক, জয়নাল আবেদিন, মোতালেব হোসেন, আব্দুল জলিল সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।


মানববন্ধনে বক্তারা বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠী মোটরবাইক চালক আব্দুল আলিমকে আটক করে চাঁদা দাবি করেন, চাঁদা না দিলে তাকে শারীরিক নির্যাতন করে সন্ত্রাসীরা। পরে আব্দুর আলিম প্রাণ নিয়ে আসলেও সন্ত্রাসীরা শুক্রবার ইসলামপুর সাপ্তাহিক বাজার বন্ধের জন্য চাপ প্রয়োগ করেন। যার ফলে শুক্রবার সাপ্তাহিক বাজার বন্ধ রাখা হয়।


মানববন্ধন থেকে বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতারসহ শাস্তি প্রদান করা না হলে হরতাল সহ কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত