কাপ্তাইয়ে প্রাথমিক সমাপনি পরীক্ষা প্রথম শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত

Published: 19 Nov 2017   Sunday   

সারাদেশের ন্যায় রোববার থেকে কাপ্তাইয়ে ৬ টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক সমাপনি পরীক্ষা এবং ইবতেদায়ী পরীক্ষা।

 

কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী জানান, এ বছর কাপ্তাই এ পিএসসিতে ১২৮৭ জন এবং ইবতেদায়ীতে ৩৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র গুলো হলো বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভালুক্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে আজ কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম আজ উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি সাংবাদিকদের জানান অতন্ত্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র ছাত্রীর উপস্হিতির হার সন্তোষজনক।

 

 তিনি আরো জানান অভিভাবকদের সহায়তা পেলে শেষ পর্যন্ত সকল পরীক্ষা আমরা সুষ্ঠুভাবে  সম্পন্ন করতে পারবো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত