মজুরী স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে কেপিএমে শ্রমিক সমাবেশ

Published: 19 Nov 2017   Sunday   

মজুরী স্কেল বাস্তবায়নের দাবিতে রোববার কাপ্তাইয়ে চন্দ্রঘোনাস্থ কেপিএমের প্রধান ফটকে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক। বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি সাইদুল হক, হাজী মানিক, সাজেদুল ইসলাম, উপদেষ্টা বেলাল হোসেন, সিবিএ সাধারন সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল মিলের প্রধান ফটক থেকে শুরু করে ২নং ফটকে গিয়ে সমাপ্ত হয়।

 

বক্তারা বলেন, ২০১৫ সালের জুলাই থেকে পে-স্কেল কার্যকরী করা হলেও, দু’বছরের অধিক সময় অতিবাহিত হওয়ার পরও মজুরী স্কেল বাস্তবায়ন করা হয়নি। শ্রমিক ও কর্মচারীগণ একই প্রতিষ্ঠানে একই সাথে চাকরী করলেও শ্রমিকদের স্কেল বাস্তবায়ন না করায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছে। উৎপাদনের প্রধান চালিকাশক্তি শ্রমিকরা বর্তমান উর্ধ্বগতির বাজার মুল্যের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। শ্রমিকদের এ ধরনের বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সমাবেশ থেকে। প্রসঙ্গত, ২০০৯ সালে ঘোষিত পে-স্কেলের সকল সুযোগ সুবিধা কর্মচারীরা যথা সময় থেকে পেয়ে আসলেও শ্রমিকদের পাহাড়ী ভাতা ৩ হাজারের স্থলে ১৫শ এবং শ্রমিকদের ২০ ভাগ মহার্ঘ ভাতার বকেয়া পাওনা এখনো তারা পায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত