রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Published: 19 Nov 2017   Sunday   

 রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সবার সমন্বয়ে এলাকার জনগণের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে। সরকার আমাদের নিয়োগ দিয়েছেন জনগণের কল্যাণের স্বার্থে। তিনি বলেন, পরিষদ জনগণের স্বার্থে সবসময় কাজ করে আসছে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। পরিষদের এ উন্নয়ন কার্যক্রমকে আরো এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

চেয়ারম্যান আরো বলেন, জেলার যে সমস্ত উপজেলায় এম্বুলেন্স রয়েছে সেগুলো কোন সমস্যা থাকলে তা রোগীদের স্বার্থে দ্রুত মেরামত করতে হবে। যাতে উন্নত চিকিৎসা পেতে রোগীদের দুর্ভোগ পোহাতে না হয়। তিনি বলেন, প্রয়োজনে এম্বুলেন্স মেরামতে পরিষদ হতে আর্থিক সহায়তা প্রদান করা হবে। 

 

সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া হাসপাতালে মহিলা ওয়ার্ডে ভবনের যে সমস্যাটি ছিল তা পিডব্লিউডি থেকে ২টি ডিজাইন স্পেসালিষ্ট টিম এসে পরিদর্শন করে গিয়েছে। ওয়ার্ডটি ডিজাইন অনুযায়ী মেরামত করা হলে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন টিমের কর্মকর্তারা। তিনি বলেন, জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা দখলের বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

 

সভায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়টি দীর্ঘ ১বৎসর ৬মাস নির্মাণ কাজ শেষে চলতি মাসে হস্তান্তর করা হবে। এছাড়া জেলার ৪টি উপজেলার ১০শয্যার হাসপাতালগুলো ৫০শয্যায় উন্নীতকরণের কাজ আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে। পরবর্তীতে বাকী উপজেলাগুলো করা হবে।  

 

পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, চলতি মাসেই ডুবন্ত ঝুলন্ত ব্রীজটি ভেসে উঠার সম্ভবনা রয়েছে। এর ফলে শীতকালীন পর্যটকদের আনাগোনা বাড়বে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত