পিসিপির নেতা রূপক চাকমার মায়ের মৃত্যুতে তিন সংগঠনের শোক প্রকাশ

Published: 19 Nov 2017   Sunday   

পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাবেক সভাপতি শহীদ রূপক চাকমার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) তিন সংগঠন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোনাল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহীদ রূপক চাকমার মা রঙ্গিলা চাকমা দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার দুপুর পৌনে ১২টায় খাগড়াছড়ি জেলা সদরের অনন্ত মাষ্টার পাড়ার নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

 

প্রেস বার্তায় রঙ্গিলা চাকমাকে একজন গর্বিত মা উল্লেখ করে বলা হয়,তিনিই রূপক চাকমার মতো একজন বিচক্ষণ নেতার জন্ম দিয়েছিলেন। তাঁর কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে রূপক চাকমা জাতির বৃহত্তর স্বার্থে নিজেকে আত্মবলিদান দিতেও দ্বিধাবোধ করেননি। তাঁর মৃত্যুতে জাতি ও সমাজ এক গর্বিত মাকে হারালো।

 

যৌথ বিবৃতিকারীরা হলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ)-এর কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা ও সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত