কাপ্তাইয়ে বিজিবির জঙ্গীবাদ, সন্ত্রাস নারী ও শিশু পাচার এবং মাদক বিরোধী মতবিনিময় সভা

Published: 20 Nov 2017   Monday   

সোমবার রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ায়নের উদ্যোগে জঙ্গীবাদ, সন্ত্রাস নারী ও শিশু পাচার এবং মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাস আমাদের দেশের জন্য অভিশাপ তাই এই অভিশাপ থেকে দেশকে মুক্ত  করার জন্য সরকার বদ্ধ পরিকর। নারী ও শিশু পাচার কারীরা  সমাজ ও দেশের শত্রু। তাই  ঘৃনিত এইসব পাচারকারীদের কোন ক্ষমা নেই। বক্তারা জঙ্গীবাদ, সন্ত্রাস , নারী ও শিশু  পাচারকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

 

কাপ্তাই সুইডিশ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত মতবিনময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি’র রাঙামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ পারভেজ আকরাম। ১৯ বিজিবির  অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন  কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক ড. এম.এম. কাদের, সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আশুতোষ নাগ, মেজর মাহমুদুল হাসান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুসাইন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত