খাগড়াছড়িতে ব্র্যাকের উদ্যোগে কীটনাশকযুক্ত মশারী বিতরণ

Published: 22 Nov 2017   Wednesday   
no

no

মঙ্গলবার খাগড়াছড়িতে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।


জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় ব্র্যাক এর সহযোগিতায় বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নীলকান্ত পাড়া এলাকার বাত্ত্যারাম কার্বারীর বাড়িতে এ বিতরণ কার্যক্রম কর্মসূচি’র শুভ উদ্বোধন করা হয়।


খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. শওকত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে জনসাধারনের মধ্যে কীটনাশক যুক্ত মশারী বিতরণ করেন ।


এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ব্রাকের জেলা ব্যবস্থাপক রুপম চাকমা, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো: হুমায়ুন কবির, উপজেলা ম্যানেজার সাঈদ হোসেনসহ ব্র্যাকের অনান্য কর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে ১৯৮ পরিবারের মাঝে সাড়ে ৪’শ টি কীটনাশক যুক্ত মশারী বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত