পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি সদর উপজেলায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Published: 22 Nov 2017   Wednesday   
no

no

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি সদর উপজলায় নিহত ৭৩ জনের প্রত্যক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।  বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিআইপিডি ও পিকেএসএফের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।


উল্লেখ্য, গত ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।


জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের(পিকেএসএফ) উপ ব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন। সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এন্ড ডেভেলপমন্ট (সিআইপিডি) এর উপদেষ্টা নিরূপা দেওয়ানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সিআইপিডির নির্বাহী পরিচালক জনলাল চাকমা, সদৃস্য অঞ্জেলা দেওয়ান, ক্যাপ্টেন রেজাউল করিম, পিকেএসএফ এর মাশিয়ার রহমান।


অনুষ্ঠানে পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি সদর উপজলায় নিহত ৭৩ জনের প্রত্যক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা। এছাড়া নিহত ৫ সেনা সদস্যদের পক্ষ হয়ে সহায়তা গ্রহণ করে রাঙামাটি সদর সেনা জোনের ক্যাপ্টেন রেজাউল করিম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত