বাঘাইছড়িতে কৃষি সম্প্রসারণ বাতায়ন শীর্ষক সেমিনারের আয়োজন

Published: 23 Nov 2017   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়িতে কৃষি সম্প্রসারণ বাতায়ন শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।



এটুআই প্রকল্পের সহায়তায় দেশব্যাপী “কৃষি সম্প্রসারণ বাতায়ন” এর মাসব্যাপী পাইলটিং সম্পৃক্তককরণ সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় বাঘাইছড়ি পৌর মেয়র মো জাফর আলী খান ও পার্বত্য চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক প্রণব ভট্টাচার্য্য সহ প্রধান মন্ত্রীর অফিসের এটুআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক,ইউনিয়নের চেয়ায়ারম্যানরা অংশ নেন।

 

দিন ব্যাপী সেমিনারে কৃষকের সকল উৎপাদিত পণ্যের বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করা হয়।


বক্তারা অর্থনীতির মুল চালিকা শক্তি কৃষি হওয়ায় কৃষকদের কে আধুনিক কৃষি প্রশিক্ষনের পাশাপাশি আরো উৎপাদন মুখি করার উপর গুরুত্বরোপ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত