খাগড়াছড়িতে জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

Published: 23 Nov 2017   Thursday   

বৃহস্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।  জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জনাব টিটন খীসার সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত বিভাগীয় প্রধানগণ তাঁদের মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভা শেষে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো: মোমিনূর রশিদকে বদলিজনিত আনুষ্ঠানিক বিদায় সংর্বধনা প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, জাতির পিতার সাত মার্চের ঐতিহাসিক ভাষণ এবং প্রধানমন্ত্রীর সততার বিশ্ব স্বীকৃতি বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এই অর্জন তাঁদের ব্যক্তিগত যোগ্যতা হলেও এর সুফল দীর্ঘকাল ভোগ করবে জাতি। তিনি এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ অনসরণ করার মতো নেতা খুঁজে পেয়েছেন বলেও মন্তব্য করেন।

 

তিনি উপস্থাপিত সমস্যা ও মতামত গুলো গুরুত্বের সাথে আলোচনা করে সমাধানের পরামর্শ এবং পরিষদ হতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সকল বিভাগীয় প্রধানদের  স্ব স্ব বিভাগের অর্পিত দায়িত্ব সচ্ছতার সহিত সম্পাদনের জন্য আহবান জানান।

 

সভায় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) জিয়া আহমেদ সুমন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘‘ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’’ এ অন্তভুক্তির মাধ্যমে ‘‘ বিশ^ প্রামাণ্য ঐতিহ্য’’ হিসেবে স্বীকৃতি লাভ করায় জেলা প্রশাসন চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত