কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের ৩০টি মোটরযান ও সিএনজিকে ৩০ হাজার জরিমানা

Published: 24 Nov 2017   Friday   

শুক্রবার কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালত ৩০টি মোটরসাইকেল এবং সিএনজি`র বিরুদ্ধে  মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে। এসময় ৩০টি যানবাহনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  তারিকুল আলম কাপ্তাই সড়কের ওয়াগ্গা বিজিবি জোন এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কাপ্তাই থানা পুলিশ,১৯ বিজিবি এবং ১০ আনসার  ব্যাটালিয়ন এর সদস্যরা এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে  সহায়তা করেন। অভিযানে ভ্রাম্যমান আদালত ৩০টি মোটরসাইকেল এবং সিএনজি বিরুদ্ধে  মোটরযান আইনে মামলা দায়ের এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

 

তিনি আরো জানান মটর যান অধ্যাদেশ ১৯৮৩ সালের ১৩৮ ধারায় লাইসেন্স বিহীন গাড়ী / মটর বাইক চালানোর অপরাধে এই জরিমানা আদায় করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত