মহালছড়িতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

Published: 26 Nov 2017   Sunday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এর অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে শনিবার মহারছড়িতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীল, মহালছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা শাহাজান পাটোয়ারী, হুমায়ূন পাটোয়ারী ও  চিন্তাহরণ র্শমা প্রমূখ। ।

 

এর আগে মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশ নেন।

 

আলোচনায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো স্বীকৃতি এই অর্জন বাংলাদেশের জন্য এক অসামান্য অর্জন। ৭১ সালের ৭ মার্চ জাতির পিতার এই ঐতিহাসিক ভাষণ বাংলার মানুষকে মুক্তির পথ দেখিয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পিছনে এই ভাষণের গুরুত্ব অপরীসীম। এই ঐতিহাসিক ভাষন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করার মধ্য দিয়ে সারা বিশ^ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বরণ করলো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত