মিজোরাম রাজ্য সরকারের প্রতিনিধি দলের সাথে রাঙামাটির ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

Published: 25 Nov 2017   Saturday   

ভারতের মিজোরাম রাজ্যের সাথে বাংলাদেশের বরকলের ঠেগামুখে স্থল বন্দর চালুর মাধ্যমে সীমান্ত বানিজ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে সেটা দুই দেশের ব্যবসা-বানিজ্যের জন্য সুফল বয়ে আনবে।

 

শনিবার দুপুরে রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাঙামাটিতে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মিজোরাম রাজ্য সরকারের সফররত একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে এ কথা  বলা হয়।

 

মিজোরাম রাজ্য সরকারের এমএলএ লালরিন লিয়ানা সাইলো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

 

বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে আলোচনা অংশ নেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় রাঙামাটি ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বলা হয়, সীমান্ত বানিজ্যের শুরু জন্য মিজোরামের সীমান্তে দিকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। বাংলাদেশের বরকল সীমান্তের ঠেগামুখ স্থল কাষ্টম্স ষ্টেশনের মধ্যদিয়ে দুইটি শহর থেকে মালপত্র আনা নেওয়া অনেক সুবিধাজনক ও লাভ জনক হবে। এই ভোগৌলিক নৈকট্যকে কাজে লাগিয়ে পরিবহন খরচ কমিয়ে লাভ জনক ব্যবসা করা সম্ভব বলে সভায় উল্লেখ করেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত