বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি লাভে খাগড়াছড়িতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

Published: 25 Nov 2017   Saturday   

জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সারাদেশের ন্যায় শনিবার খাগড়াছড়িতে বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি পৌর টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্ণেল জিএম সোহাগ, পুলিশ সুপার আলী আহমদ খান সহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে মুক্তিযুদ্ধের পূর্বাভাস ছিল। সেদিনের ভাষণে উদ্বুদ্ধ হয়ে অনেকেই স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি শিক্ষার্থী ও তরুণদের প্রতি আহ্বান জানান।

 

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের শাপলা চত্বর ও আদালত সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে মুক্তিযুদ্ধের পূর্বাভাস ছিল। সেদিনের ভাষণে উদ্বুদ্ধ হয়ে অনেকেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষার্থী ও তরুণদের প্রতি আহ্বান জানান।

 

আলোচনা সভার শুরুে আগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে শহরের শাপলা চত্বর ও আদালত সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো অংশগ্রহণ করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত