পানছড়িতে যৌন ও প্রজনন স্বাস্থ্য সহায়ক কর্মশালা

Published: 27 Nov 2017   Monday   

সোমবার খাগড়াছড়ির পানছড়িতে যৌন ও প্রজনন স্বাস্থ্য সহায়ক বিষয়ক এক কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

 

পানছড়ি উপজেলা হলরুমে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ কারিগরি সহায়তায বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা-ইয়ং সোশ্যাল এ্যাকশন উদ্যোগে¡ প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। ইপসা-এসআরএইচআর প্রকল্প ব্যবস্থাপক বিলাস সৌরভ বড়–য়ার’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম। সঞ্চালনা করেন ইপসা’র ইউনিয়ন সমন্বয়কারী মিহির কান্তি ত্রিপুরা।

 

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তঞ্চঙ্গা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি নূতন ধন চাকমা, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজু, উপজেলার চেংগী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, উল্টাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, লতিবান ইউনিয়নের সমাজ সেবক মুকুল চাকমা, ইপসা ইউনিয়ন সমন্বয়কারী মোহাম্মদ আজমুল হক, ইকবাল হোসেন, স্মরনিকা চাকমা, রোমানা আক্তার, ইপসা’র  ইউনিযন যুব ক্লাবের প্রনয়ন চাকমা, জান্নাতুল ফেরদৌস, আল-আমিন ও রিয়া চাকমা প্রমূখ।

 

কর্মশালায় কিশোর ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সহায়তারজন্য ব্যাপক আলোচনা হয়। আলোচনায় প্রকল্প সমন্বয়কারীরা উপজেলার বিভিন্ন গ্রামের শিশু-কিশোরদের  যৌন ও প্রজনন স্বাস্থ্য সহায়তার করার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত