শিক্ষামন্ত্রণালয়ের সার্কুলার প্রত্যাখ্যান করে ঢাকায় পিসিপির সংবাদ সন্মেলন

Published: 27 Nov 2017   Monday   

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) উদ্যোগে সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সন্মেলনে শিক্ষামন্ত্রণালয়ের সার্কুলার প্রত্যাখ্যান করে ৮দফা দাবিনামাসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্রপরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রোনাল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, আয়োজিত সংবাদ সম্মেলনে পিসিপির কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা, সাধারণ সম্পাদক অনিল চাকমা, দপ্তর সম্পাদক রোনাল চাকমা, অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে  অবিলম্বে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারী কলেজ শাখা-৬’এর  জারিকৃত অবৈধ সার্কুলার (১৯ নভেম্বর/১৭) প্রত্যাহারপূর্বক পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সকল শিক্ষার্থীর সংবিধান স্বীকৃত অধিকার নিশ্চিতসহ ৮ দফা দাবিসমূহ উত্থাপন করা হয়।

 

সংবাদ সম্মেলনে থেকে মাস ব্যাপী কর্মসূচী ঘোষনা করা হয়। এর মধ্যে রয়েছে সংগঠনের উপজেলা-কলেজ লেভেলের কমিটি কর্তৃক ডিসেম্বর মাসব্যাপী সভা-সমাবেশ, ৩ ডিসেম্বর শহীদ মং শে  স্মরণে স্মরণসভা, ৪ ডিসেম্বর রাঙামাটি জেলায় ছাত্র সমাবেশ,  ৯ ডিসেম্বর খাগড়াছড়ি জেলা সদরে ছাত্র সমাবেশ, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পূষ্পার্ঘ্য অর্পণ, ২২ ডিসেম্বর চট্টগ্রামে বিক্ষোভ-মিছিল সমাবেশ ও ২৭ ডিসেম্বর ঢাকায় সংহতি সমাবেশ, শিক্ষামন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত