পার্বত্য চুক্তির ২০বছর পূর্তিতে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে পার্বত্যবাসীর সাথে কথা বলবেন

Published: 27 Nov 2017   Monday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছর পূর্তি  উপলক্ষে আগামী ১ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী  পার্বত্য চট্টগ্রামের সুধীজনদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন।

 

 সোমবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় সন্মেলন কক্ষে জরুরী প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়েছে।

 

আয়োজিত প্রস্তুতি সভায় সাংস্কৃতিক মন্ত্রনালয়ে যুগ্ন সচির আব্দুল মান্নান ইলিয়াজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ,  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,  জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, জেলা সিভিল সার্জন শহীদ তালুকদার, সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল রেদওয়ানুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা,  রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ সরকারী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় জানোনো হয়, পার্বত্য চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও সংস্কৃতি মন্ত্রনালয়ের সমন্বয়ে রাঙামাটিতে দুদিন ব্যাপী কর্মসূচির মধ্যে আগামী ১ ডিসেম্বর  চিংহ্লামং মারী স্টেডিয়ামে ঢাকা  থেকে প্রধানমন্ত্রীর সরাসরি ভিডিও কনফারেন্সে  সুধীজনদের সাথে কথা বলা ছাড়াও বিকালে  কনসার্ট অনুষ্ঠিত হবে।  এছাড়া  আগামী ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির ২০ বছর পুর্তি উপলক্ষে সরকারীভাবে রাঙামাটি শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত