রাঙামাটি পৌর মেয়র ও কাউন্সিলদের সাথে সনাকের মতবিনিময় সভা

Published: 28 Nov 2017   Tuesday   

সেবারমান উন্নয়নে লক্ষে রাঙামাটি পৌরসভার পৌর মেয়র ও কাউন্সিলদের সাথে ট্রান্সপারেন্সি ইন্টার ন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সনাক রাঙামাটির উদ্যোগে পৌর সভা সন্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি চাঁদ রায়। সভায় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, কাউন্সিলরবৃন্দ, পৌর সভারকর্মকর্তা, সনাক সহ সভাপতি অমলেন্দু হাওলাদার, সনাকসদস্য মোহাম্মদ আলী, টিআইবি’রকর্মী এবং ইয়েসসদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় পৌরসভা সনদ প্রাপ্তির ফি’র তালিকা প্রদর্শন, বর্জ্যে অপসারনের জন্য ভ্রাম্যমান ডাস্টবিন চালুর প্রতিশ্রুতি, পৌরসভার আয় বৃদ্ধির জন্য ট্রাক টার্মিনাল এলাকায় পৌর সভার তত্ত্বাবধানে আবাসিক  হোটেল পরিচালনা, প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতকালীন বস্ত্র বিতরণের পরিকল্পনা, ক্রীড়া উন্নয়নে চলতি অর্থ বছরে ফুটবল ও ক্রিকেটে ২টি ব্যাচে প্রশিক্ষণ, টিএন্ডটি সড়কে আগামী তিন মাসে যাত্রী ছাউনি নির্মান, পৌর সভার বকেয়া কর আদায়ে জন সচেতনতা  তৈরী, কর সংগ্রহের জন্য কর নিরূপন ও নির্ধারণ কমিটি কার্যকর করা, কর আদায়ে ওয়ার্ড ভিত্তিক সভাএবং কর সংগ্রহে অন্য পৌর সভার অভিজ্ঞতা নেয়ার জন্য আলোচনা হয়।  তাছাড়া টিএলসিসিতে সনাকসদস্য অর্ন্তভূক্তির জন্য আলোচনা হয়।

 

পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, পৌরসভার সেবারমান উন্নয়নে বর্তমান পরিষদ দায়িত্ব পালনে আন্তরিক রয়েছে এবং জবাব দিহিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। পৌর সভার সকল কার্যক্রমের জন্য জন্য পৌর নাগরিকদের নিকট জবাবদিহি করার মাধ্যমে নাগরিকব বান্ধব পৌরসভা গঠনে তৎপর রয়েছে।

 

সভাপতির বক্তব্য চাঁদ রায় সভায় অংশ গ্রহণের জন্য পৌর মেয়র ও কাউন্সিলরদেরকে  ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, পৌর সভার সেবার মান উন্নয়নে  ও স্বচ্ছ জবাবদিহিমূলক পৌর সভা গঠনে সচেতন নাগরিক কমিটি  (সনাক) রাঙামাটির সহযোগিতা অব্যাহত থাকবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত