রাঙামাটিতে মাঠ পর্যায়ে উপকারভোগী কৃষকদের নিয়ে গ্রীনহীলের দিন ব্যাপী কর্মশালা

Published: 28 Nov 2017   Tuesday   

মাঠ পর্যায়ে উপকারভোগী কৃষকদের নিয়ে মঙ্গলবার রাঙামাটিতে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  হেলভেটাস সুইস ইন্টার-কোঅপারেশন বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় এবং গ্রীনহিলের বাস্তবায়নাধীন গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের(সীর্ক) আওতায়  প্রকল্পের উপকারভোগীদের কাছে উন্নয়ন সেবা সহজলভ্য করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত  দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গ্রীনহীলের চেয়ারপার্সন টুকু তালুকদার। স্বাগত বক্তব্য দেন গ্রীনহীলের প্রকল্প ব্যবস্থাপক লালসোয়াক লিয়ানা পাংখোয়া । কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন জেলা কর্মসূচী ব্যবস্থাপক কাম টিমলিডার অমূল্য ধনচাকমা।

 

দিনব্যাপী কর্মশালায় রাঙামাটি সদর উপজেলার কৃষি ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও সাপছড়ি ও মগবানের ইউপি চেয়ারম্যান হেডম্যান-কারবারী ও উপকারভোগী কৃষকরা অংশ নেন।

 

কর্মশালায় অংশগ্রহনকারীরা কৃষকদের গুণগতমান এবং পণ্য উৎপাদন ভলিউম বাড়াতে উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার, ব্যবহারিক জ্ঞানের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান এবং তা যথাযথভাবে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার বলেন সেবাগ্রহণকারী এবং সেবা প্রদানকারীর মাঝে সঠিক যোগাযোগ থাকতে হবে এবং এ ক্ষেত্রে সেবাগ্রহণকারীরা কোথায় থেকে চাহিদা ভিত্তিক সেবা পাবে সেই বিষয়ে আরো সজাগ ও জানা থাকতে হবে।

 

প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনকান্তি চাকমা বলেন, উন্নয়ন দ্রুততর এবং জনকল্যান মূখী সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারী পর্যায়ে ১৭ টি সরকারী বিভাগকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনসাধরণের জন্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীল হওয়ার গুরুত্ব আরোপ করেন তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত