কাপ্তাইয়ে ৫টি ইউনিয়নের মাঝিদের মাঝে রেডিও বিতরণ

Published: 29 Nov 2017   Wednesday   

বুধবার কাপ্তাইয়ে ৫ টি ইউনিয়নের মাঝিদের মাঝে বাংলাদেশ বেতার  থেকে প্রাপ্ত রেডিও বিতরন করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।

 

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম এবং ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী উপস্হিত ছিলেন।

 

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের ১০ জন মাঝির মাঝে ১০ টি রেডিও সেট বিতরন করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন,বাংলাদেশের শক্তিশালি গণমাধ্যম বাংলাদেশ বেতারের আবহাওয়ার সংবাদের মাধ্যমে উপকূলবর্তী মাছ ধরার নৌকার মাঝিরা আবহাওয়ার সংবাদ শুনে অথৈই সাগরে দলবেঁধে মাছ ধরতে যেতো। কৃষি পরিক্রমা শুনে প্রান্তিক কৃ্ষকরা খুবই উপকৃত হতো। তাছাড়া আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্দীপনামূলক গান স্বাধীনতাকামী মানুষদের অনুপ্রানিত করেছিল। কিন্ত বিভিন্ন স্যাটেলাইট এর আগমনে এখন এই মাধ্যম এ  শ্রোতার সংখ্যা কিছুটা কমে গেলেও আবারোও বাংলাদেশ বেতারে এফএম রেডিও চালু এবং যুগোপযোগী নতুন নতুন অনুষ্ঠান তৈরী করে আবারোও শ্রোতামুখী করার চেষ্টা করছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত