কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী প্রথাগত নেতৃত্বদের নিয়ে উপজেলা প্রশাসনের সমন্বয় সভা

Published: 29 Nov 2017   Wednesday   

বুধবার রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী প্রথাগত কারবারীদের নিয়ে উপজেলা প্রশাসনের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা সাফছড়ি হিল ফ্লাওয়ার অফিসে  বেসরকারি উন্নয়ন সংস্হা হিল ফ্লাওয়ারের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং,হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক ডা: নীলু কুমার তংচংগ্যা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তংচংগ্যা। মতবিনিময় সভায় ওয়াগ্গা মৌজার সকল কার্বারীরা অংশ নেন।।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রথা বন্ধ এবং নারীর ক্ষমতায়নে সমাজে কার্বারীরা অপরিসীম ভূমিকা রয়েছে। বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রথা বন্ধ এবং নারীর ক্ষমতায়নে সমাজে কার্বারীরা অপরিসীম ভূমিকা রাখতে পারে।

 

তিনি রাজস্হ আদায় এবং অভ্যন্তরিন আইনশৃংখলা রক্ষায় কার্বারীরা স্হানীয় প্রশাসনকে সহায়তা করলে সমাজ থেকে এই সব প্রথা দূর হয়ে যাবে বলে মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত