হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সভা আহবান আদালত অবমাননার সামিল

Published: 29 Nov 2017   Wednesday   

হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সাধারণ সভা আহবান আদালত অবমাননার সামিল বলে দাবী করা হয়েছে।

 

বুধবার ভেঙ্গে দেয়া রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সেক্রেটারী এম বখতেয়ার উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ দাবী করা হয়।


প্রেস বার্তায় বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের এডহক কমিটি গঠন কে চ্যালেঞ্জ করে মাননীয় সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট করা হয়(আপীল মামলা নং- ৩৪৯/৫৮ তাং- ১৩ নভেম্বর-২০১৭ইং)। এতে রিটের স্থগিতাদেশ দেওয়ার পরও বর্তমানে এডহক কমিটি সকল প্রকার কাজকর্ম অবৈধ ও অসাংবিধানিক হওয়া সত্ত্বেও গেল ২২ নভেম্বর এক চিঠি দিয়ে আগামী ৭ ডিসেম্বর সাধারণ সভা আহবান করা হয়েছে। এ সাধারন সভা উপলক্ষ্যে ইতিমধ্যে ডাকযোগে আজীবন ও বার্ষিক সদস্যদেরকে পত্র দেয়া হয়। মাননীয় সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট আপীল করার পর স্বাক্ষরিত এ চিঠি দেয়া হয় যাতে বলা হয় জেলা পরিষদ চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে কমিটি ইস্যু করছেন যা সম্পূর্ণ বেআইনী অবৈধ। যাহা হাইকোর্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের মাধ্যমে আদালত অবমাননার সামিল।


প্রেস বার্তায় আরো বলা হয়, এডহক কমিটি তথাকথিত সাধারণ সম্পাদকের প্রেরিত চিঠি হস্তগত হয়েছে। গেল ১৩ নভেম্বর কাগজপত্রে বে-আইনী, তাতেও স্বাক্ষর করে চলেছেন। এডহক কমিটি সাধারণ সম্পাদক ইতিমধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ব্যাংক তাদের সাক্ষরিত কোন লেনদেন না করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে হাইকোর্টের রায়ের কপি পৌছে দেওয়া হয়েছে। তাই এই বেআইনী কাজে নিয়োগ ও সহযোগিতা দিয়ে চলেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিটের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, এছাড়া ইউনিট লেভেল কর্মকর্তা নুরুল কবির।


এডহক কমিটি বেআইনী কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা দিয়ে আসছে তাদের এহেন কর্মকান্ডে অন্যায় ও সংবিধান বিরোধী হওয়ায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস বার্তায় বলা হয়, ৭ডিসেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে।


প্রেস বার্তায় এডহক কমিটি তাদের অবৈধ বেআইনী কাজকর্মে বিভ্রান্ত না হয়ে নির্বাচিত বর্তমান কমিটির প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও বাংলাদেশ রেড সিক্রেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের ভাবমুর্তি বিনষ্ট কারীদের জনগণের সামনে তাদের মুখোশ খুলে দেওয়ার আহবান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত