শ্রমিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিতে আরও আইন সংশোধন করবে-শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

Published: 30 Nov 2017   Thursday   

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক এমপি বলেছেন, দেশের শ্রমিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে ও তাদের নিরাপত্তা বিধানে সরকার আরও আইন সংশোধন করবে।


তিনি আরো বলেন, এছাড়া শুধুমাত্র শ্রমিকরা যাতে সল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা পেতে পারে তার জন্য সরকার ঢাকা ও নারায়গঞ্জে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে।


বৃহস্পতিবার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় শ্রম ও কল্যাণ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তি ফলক উম্মোচন করতে গিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।


শ্রম অধিদপ্তর ও সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে দেড় এককর জায়গায় ৬২ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে বহুতল এ শ্রম কমপ্লেক্স ভবন নির্মান করা হবে। এ কমপ্লেক্সে দেড়শ শ্রমিকের আবাসন, প্রশিক্ষন, চিকিৎসা ব্যবস্থা রেখে এই নির্মাণ কাজ করছে। আগামী ৩ বছরের মধ্যে নির্মান কাজ শেষ হওয়ার কথা রয়েছে।


এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মন্ত্রণালয়টির সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, সাবেক সচিব মিখাইল সিপার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, শ্রমকল্যাণ সংস্থার কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখসচিব মো. ছাদেক আহমদসহ সামরিক বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেনাকল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর এসএম কামরুল হক।

 

অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশে সিং এমপি বলেন, সরকারের আন্তরিকতার কারনে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, চুক্তি বাস্তবায়ন চলমান প্রক্রিয়া এটি বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, আলোচনা করে বড় সমস্যার সমাধান করেছি, কোন সমস্যা থাকলে সেটিও আলোচনা করে করা হবে কিন্তু মান অভিমান করে নয় কাজ করতে গিয়ে যদি কোন কিছু বাঁধা হয়ে দাড়ায় সেটি সমাধান করে আমরা কি করে পরিপুর্ন বাস্তবায়ন করতে পারি সেদিকে এগোতে হবে।

 

তিনি আরো বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। সরকার প্রতি অর্থবছরে এ অঞ্চলের উন্নয়ন শুধু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। এসব হচ্ছে পার্বত্যবাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার প্রতিফলন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত