খাগড়াছড়িতে শিশু ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদন্ড

Published: 30 Nov 2017   Thursday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামী মো: মোস্তফাকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ আদালত।

 

বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক রত্নেশ্বর ভট্টাচায্য এই রায় দেন।

 

আদালত সুত্রে জানা যায়, ২০০৯ সালের ৮ মার্চ দিঘীনালা উপজেলার মধ্যম বোয়ালখালী এলাকার চার বছর বয়সী একটি শিশু মাইনী নদীতে গোসল করতে গেলে আসামী মোস্তফা তাকে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।


শিশুর পিতা বাদী হয়ে দিঘীনালা থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরপরই দিঘীনালা থানা পুলিশ উপজেলার মধ্যবেতছড়ি এলাকার করম আলীর পুত্র আসামী মোঃ মোস্তফাকে গ্রেফতার করে।
এই মামলায় ২০০৯ সালের ৩০ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা খোকন চন্দ্র দেবনাথ চার্জশীট প্রদান করেন। এই মামলায় মোট ৯জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।মামলাটি সাক্ষ্য প্রমানে সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক  রত্নেশ্বর ভট্রাচার্য্য আসামীকে যাবজীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত