খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

Published: 30 Nov 2017   Thursday   

পানছড়ি উপজেলার প্রধান সংগঠক প্রদীপময় চাকমাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।


ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, প্রদীপময় চাকমা দুুপুরে খাগড়াছড়ি থেকে সিএনজি যোগে পানছড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে ভাইবোনছড়া ইউপির দেওয়ান পাড়া আইন-শৃংখলা বাহিনীর চেকপোষ্টে তাকে গ্রেফতার করা হয়।

 

ইউপিডিএফ’র বিরুদ্ধে রাজনৈতিক দমনপীড়নের অংশ হিসেবে পানছড়ি উপজেলা সংগঠক প্রদীপময় চাকমাকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে প্রেস বার্তায় আরো হয়,পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ’র ন্যায়সঙ্গত আন্দোলনকে দমিয়ে রাখার জন্যই নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে।


প্রেস বার্তায় অবিলম্বে গ্রেফতারকৃত প্রদীপময় চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত