রাঙামাটিতে ত্রিদিব নগর এলাকায় উন্নয়নমূলক কাজ নিয়ে মতবিনিময় সভা

Published: 30 Nov 2017   Thursday   

রাঙামাটি পৌরসভার বাস্তবায়নাধীন ত্রিদিব নগর এলাকায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বৃহপতিবার দুপুরে ছদক ক্লাবের মিলায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি ছদক ক্লাবের উদ্যোগে ক্লাবের মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুদার। সভাপতিত্ব করেন রাঙামাটি ছদক ক্লাবের সভাপতি রনেদ্র চাকমা রিন্টু।

 

এসময় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা,  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়ুয়া, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, পৌর কমিশনার জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আলোচনা সভার শুরু আগে রাস্তা সংস্কার ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন দীপংকর তালুদার।

 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুদার বলেন, সরকারের আন্তরিকতার কারনে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের আনাচে-কানাচে উন্নয়নের জোয়ার বইছে। দেশের মানুষ উন্নয়ন চাইলেও কেউ কেউ আবার উন্নয়নকে বাঁধাগ্রস্থ চায়। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত