খাগড়াছড়ি বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির দুদশক পূর্তি পালন

Published: 01 Dec 2017   Friday   

পার্বত্য চুক্তির দুদুশক পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলার শহরে শুক্রবার বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় ।

 

র‌্যালীটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়কের প্রদক্ষিণ করে পৌর টাউন হলের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনে মধ্যে র‌্যালী শেষ হয় ।

 

র‌্যালী শুরু হওয়ার আগে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনের বেলুন উড়িয়ে র‌্যালীটি উদ্ধোধন করেন খাগড়াছড়ি সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।


এসময় উপস্থিত ছিলেন নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ ,পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ,জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম , জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জাহেদুল আলম ,পুলিশ সুপার মো. আলী আহম্মদ খান ,জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মংশেপ্রু চৌধুরী (অপু ), মানিকছড়ি উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মো. আব্দুল জব্বার , খগেশ্বর ত্রিপুরা , সদস্য নিগার সুলতানাসহ বিভিন্ন সরকারী ,বেসকারী সংস্থা এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।


র‌্যালীতে পাহাড়ী-বাঙ্গালী সম্প্রদায় নিজস্ব পোশাক পরিধান করে আনন্দ উৎল্লাসে মেতে উঠেন । সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের জাতীয় শিল্পী হায়দার আলীসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত