পার্বত্য চুক্তির ২০তম বর্ষপূর্তিতে পানছড়িতে আনন্দ র‌্যালী

Published: 01 Dec 2017   Friday   

পার্বত্য চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার খাগড়াছড়ির পানছড়িতে আনন্দ র‌্যালী হয়েছে।


উপজেলা পরিষদ মাঠ এলাকা থেকে শুরু হয়ে ব্যান্ড পার্টির সুরেলা আওয়াজের সাথে সাথে আনন্দ র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীর নেতৃত্ব দেয় উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল মো: রফিকুল হাসান, সাব জোন অধিনায়ক মেজর মো: রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, ৩ বিজিবি’র সহকারী পরিচালক মো: আজগর আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুল আহসান চৌধুরী (শিবলী) উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সংগঠনের গন্যমান্য ব্যক্তিরাও ছাড়াও পানছড়ি উপজেলা প্রশাসন, ৩ বিজিবি লোগাং জোন, পানছড়ি আর্মি সাব জোন, উপজেলা আনসার ও ভিডিপি বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ও উপজেলা আওয়ামীলীগসহ এলাকার লোকজন আংশগ্রহণ করে।


বিশাল র‌্যালীতে অংশ নেয়। র‌্যালী শেষে পানছড়ি বঙ্গবন্ধু স্কয়ারে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত