বিলাইছড়িতে পার্বত্য চুক্তির দুদশক উপলক্ষে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

Published: 02 Dec 2017   Saturday   

পার্বত্য চুক্তির দুদশক উপলক্ষে শনিবার  বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  উদ্যোগে গণসমাবেশ  ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  উপদেষ্টা কমিটির সদস্য ধীর কুমার চাকমা। বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতি বিলাইছড়ি উপজেলা কমিটির সভাপতি শুভমঙ্গল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন-বিলাইছড়ি উপজেলা পরিষদ ভাইস-চেয়াম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, জেএসএস উপজেলা কমিটির সাধারন সম্পাদক বীরোত্তম তঞ্চঙ্গ্যা,মহিলা সমিতির সভাপতি অরুনা দেবী চাকমা,জেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য কানন কুসুম তঞ্চঙ্গ্যা,যুব সমিতি জেলা শাখার সভাপতি নান্টু ত্রিপুরা,পিসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিলন কুসুম তঞ্চঙ্গ্যা প্রমূখ।

 

এর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাব লঞ্চঘাট  থেকে  শুরু হয়ে বিলাইছড়ি বাজার ও থানা প্রদক্ষিন করে গনসমাবেশ স্থল উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন-পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছর পরেও সরকার চুক্তি বাস্তবায়ন না করে জনসংহতি সমিতির ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন বাধাগ্রস্থ করার ষড়যস্ত্র চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন বাধাগ্রস্থ করা ও জনসংহতি সমিতির নেতৃত্বকে ধ্বংস করার ষড়যস্ত্র কখনো সফল হবে না।  অনতিবিলম্বে বিলাইছড়িসহ সারা পার্বত্য চট্টগ্রামে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের আহব্বান জানান।

 

 বক্তারা আরো বলেন, একদিকে ভ’মি বন্দোবস্থসহ চুক্তি বাস্তবায়নের মূল বিষয় স্থগিত রাখা হয়েছে, অন্যদিকে চুক্তি বাস্তবায়নের নামে সরকার অনন্দপূর্তি অয়োজন করছে।

  --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত