পার্বত্য চুক্তির দুদশক পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা

Published: 02 Dec 2017   Saturday   

পার্বত্য চুক্তির দুই দশক পুর্তি উপলক্ষে শনিবার খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(এমএন লারমা) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি পৌর টাউন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সুধান্ধিু খীসা। চুক্তি উৎযাপন কমিটির সদস্য সচিব বিভু রজ্ঞন চাকমার সভাপতিত্বে   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য বিনোদ বিহারী চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেএসএস এমএন লারমা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহালছড়ি মহিলা ভাইস চেয়ারম্যান কাকলি চাকমা ও জেলা শাখা কমিটি ছাত্র বিষয়ক সম্পাদক অংসাথুই মারমা (খিলু)।

 

সভা আরো উপস্থিত ছিলেন সংগঠনের রাঙ্গামাটি জেলা কমিটি সভাপতি চিত্র বিকাশ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা ,দিঘীনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুখময় চাকমা, পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রতœা তংচঙ্গ্যা ,পার্বত্য চট্টগ্রাম জোট মালিক সমিতি সা.সম্পাদক তৃপ্তিময় চাকমা, হেডম্যান এসোসিয়েশন সা. সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, কেন্দ্রীয় কমিটি পিসিপি সভাপতি সুমেধ চাকমা, মহালছড়ি মুবাছড়ি ইউপি সাবেক চেয়ারম্যান কংজরী মারমা, দিঘিনালা বাবুছড়া  ইউপি চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা, দিঘীনালা উপজেলা জেএসএস সাংগঠনিক সম্পাদক চয়ন বিকাশ চাকমা, সহ বিভিন্ন উপজেলা আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সুধাসিন্ধু খীসা বক্তব্যে বলেন, সরকার পাহাড়ি জাতিগোষ্ঠীর সাথে চুক্তি বাস্তবায়ন নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে খেলা খেলছে। এতে করে পাহাড়ী জাতিগোষ্ঠীরা আওয়ামীলীগ সরকারের ওপর আস্থা হারাচ্ছে।  চুক্তির কিছু ধারা বাস্তবায়ন হলেও  ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনসহ অধিকাংশ মৌলিক বিষয় গুলো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন।

 

 তিনি আরো বলেন পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীদের পাশাপাশি ১৩ ক্ষুদ্র জাতিসত্তা  বসবাস করছে । পার্বত্য চট্টগ্রামে এই ক্ষুদ্র জাতিসত্তাকে শান্তিতে বসবাসের  জন্য ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বর্তমান সরকার আওয়ামীলীগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কন্যা শেখ হাসিনা পাহাড়ের শান্তি বার্তা মাধ্যমে জনসংহতি সমিতি সাথে শান্তি চুক্তির স¦াক্ষর করলেও পাহাড়ীদের বসতভিটা গুলো এখনো বেদখলে রয়েছে । শান্তি চুক্তির পরেও  আজ পাহাড়ীরা বসতভিটা থেকে বিতারিত হচ্ছে । দুই দশকেও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন নীতিমালা থাকলেও  বিধি, প্রবিধান প্রণয়ন না হওয়ায় কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দীর্ঘ দুই যুগের বেশী ধরে পাহাড়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে হাজার ও পাহাড়ী জনগোষ্ঠী  এখনো বসবাস করছে। তিনি দ্রুত কমিশনকে কার্যকর করে ভূমি সমস্যা সমাধানের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত