মহালছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ-সমাবেশ

Published: 02 Dec 2017   Saturday   

শিক্ষা মন্ত্রণালয়ের সম্প্রতি জারিকৃত সার্কুলার প্রত্যাহারসহ  ৮ দফা দাবী বাস্তবায়নের দাবীতে  শনিবার মহালছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্যচট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস’স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ।

 

পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মেনন চাকমার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ক্যাঙ্গলছড়ি থেকে শুরু হয়ে মহালছড়ির চব্বিশ মাইল এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। খাগড়াছড়ির জেলা শাখার সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন্ত চাকমা, গনতান্ত্রিক যুব ফোরাম জেলা প্রতিনিধি নিদর্শন খীসা, গণতান্ত্রিক যুব ফোরাম মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মংরে মারমা, হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পিপি চাকমা।

 

সংক্ষিপ্ত সমাবেশে মেনন চাকমা বলেন,  শিক্ষামন্ত্রণালয়ের সম্প্রতি জারিকৃত সার্কুলার অগণতান্ত্রিক। গণতান্ত্রিক-বাকস্বাধীনতা-মুক্তবুদ্ধি চর্চার অধিকার হরণের লক্ষ্যে বিতর্কিত সার্কুলার জারি করা হয়েছে।

 

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দমনমূলক ‘১১দফা নির্দেশনা’ প্রত্যাহারপূর্বক সভা-সমাবেশের ওপর বিধি-নিষেধ তুলে নিয়ে পার্বত্য চট্টগ্রামে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে আটক ইউপিডিএফভুক্ত সংগঠনসমূহের নেতা-কর্মীদের নিঃশর্তে মুক্তি দেওয়াসহ ৮ দফা দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত