পার্বত্য চুক্তির ২০ বছর পূতি উপলক্ষে জুরাছড়িতে প্রীতি ভলিবল ম্যাচ

Published: 02 Dec 2017   Saturday   

পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূতি উপলক্ষে জুরাছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়েছে।

 

উপজেলা কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ভলিবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল। এ সময়  উপজেলা  পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, জোনের  উপ অধিনায়ক মেজর মাহামুদুল হাসান, মেজর মীর তৈয়বুর রহমান, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমাসহ স্থানীয় হেডম্যান-কার্ব্বারীগণ উপস্থিত ছিলেন।

প্রীতি ভলিবল ম্যাচে উপজেলা পরিষদ একদশ ও সেনা বাহিনী একাদশ অংশগ্রহন করে। খেলায় ২-১ গোলে সেনা বাহিনীকে পরাজিত করে উপজেলা পরিষদ একদশ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জুরাছড়ি জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল বলেন, পার্বত্য চট্টগ্রামের সেনা বাহিনী  পাহাড়ীদের বিরুদ্ধে কাজ করে না। তারা বিরাজ মান অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজদের প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এছাড়া পিছেয়ে পরা জনগোষ্ঠীর আত্ম সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিটি ক্যাম্পে ফ্রি মেডিক্যাল সেবা দিচ্ছে সেনা বাহিনী।

 

উপজেলা  পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, পার্বত্য শান্তি চুক্তি যাথাযথ ভাবে বাস্তবায়িত না হওয়াই জুম্ম জনগণ আজ উদ্বিগ্ন। পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষে শান্তি চুক্তি পুনাঙ্গ বাস্তবায়নের বিকল্প নেই।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত