পার্বত্য চুক্তির দুদশক উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

Published: 02 Dec 2017   Saturday   

পার্বত্য চুক্তির দুদশক উপলক্ষে শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। 

 

বেলুন ও পায়রা উড়িয়ে জেলা পরিষদের প্রাঙ্গনে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এ সময় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।


শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সরকারী-সরকারী পদস্থ কর্মকর্তারা অংশ নেন।


রাঙমাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক সহ সামরিক ও বেসামরিক ও সরকারী পদস্থ কর্মকর্তারা বক্তব্য রাখেন।


আলোচনা সভায় দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকার শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে আন্তরিক তিনি পার্বত্য চুক্তি নিয়ে কোন ধরনের রাজনীতি না করে নেতিবাচক মনোভাব পরিহার করে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত