কাপ্তাইয়ে বিশ্ব এইডস দিবস পালিত

Published: 03 Dec 2017   Sunday   

স্বাস্থ্য আমার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোবার কাপ্তাইয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্হ বিভাগের আয়োজনে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ্, বেসরকারি উন্নয়ন সংস্হা ব্রাক,হিল ফ্লাওয়ার এবং দি লেপ্রোসি মিশনের সহযোগীতায় এ দিবসটি পালিত হয়।

 

দিবসটি উপলক্ষে র‌্যালী  বের করা হয়। র‌্যালীটি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স থেকেশুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারোও স্বাস্হ কমপ্লেক্সে গিয়ে  শেষ হয়।

 

উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মিলনায়তনে  আলোচনা সভায় স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিতিশ চাকমার সভাপতিত্বে অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপোজ্জল চাকমা,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন,উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া। উপজেলা যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রক সহকারী  জগৎ প্রভাত চাকমার সঞ্চালনায় আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ্ বিভাগের প্রোগাম ম্যানেজার বিজয় মার্মা।

 

আলোচনা সভায় বক্তাগন বলেন, মানুষের সচেতনতার ফলে এখন সমাজ থেকে এইডস অনেকাংশে দূর হয়ে গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত