পার্বত্য শান্তি চুক্তির ২০তম বর্ষপূর্তিতে পানছড়িতে প্রীতি বলিবল ম্যাচ

Published: 03 Dec 2017   Sunday   

পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে ৩বিজিরি উদ্যোগে প্রীতি বলিবল ম্যাচ হয়েছে।
শনিবার বিকেল ৪টায় পানছড়ি উপজেলা পরিষদ মাঠে এ ম্যাচ হয়। খেলা উদ্বোধন করেন ৩ বিজির লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল মো: রফিকুল হাসান।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম ও পানছড়ি আর্মি সাব জোন অধিনায়ক মেজর মো: রফিকুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন ৩ বিজিবি’র সহকারী পরিচালক মো: আজগর আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুল আহসান চৌধুরী (শিবলী), পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নূতন ধন চাকমা, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজাহান কবির সাজু, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন প্রমুখ।


খেলায় পানছড়ি একাদশ বনাম ৩ বিজিবি একাদশ অংশ গ্রহণ করে। ২-১ সেটে বিজয়ী হয় বিজিবি একাদশ। ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল মো: রফিকুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন। তাছাড়া খাগড়াছড়ি জেলা ফুটবল লীগে অংশ নেয়া পানছড়ি ফুটবল দলকেও ৩ বিজিবি’র পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত