শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত সার্কুলার প্রত্যাহারের দাবিতে রামগড়ে বিক্ষোভ

Published: 05 Dec 2017   Tuesday   

শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত সার্কুলাার প্রত্যাহারসহ পিসিপির ঘোষিত ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে রামগড়ে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রামগড় উপজেলা শাখা।

 

পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক নরেশে ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, যৗথ খামার বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রামগড় ইউনিটের সংগঠক পরম ত্রিপুরা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও রামগড় উপজেলা শাখার সহ-সভাপতি সুরেশ চাকমা।

 

এর আগে একটি মিছিলটি রামগড় যৌথ খামার যাত্রীছাউনি এলাকা থেকে শুরু হয়ে যৌথ খামার বাজারে গিয়ে শেষ হয়।

 

সমাবেশ থেকে বক্তারা, নান্যাচর কলেজের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সার্কুলার প্রত্যাহারসহ পিসিপির ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন, পাহাড়িদের বাড়ি ঘরে সেনা-বিজিবি তল্লাশি বন্ধ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দমন মূলক ১১ দফা নির্দেশনা বাতিলের দাবি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত