জুরাছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে দ্বিতীয় ব্যাচ সেলাই প্রশিক্ষণে সনদ বিতরণ

Published: 06 Dec 2017   Wednesday   

বুধবার জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর উদ্যোগে মাস ব্যাপী ২য় ব্যাচের সেলাই প্রশিক্ষণের সমাপনি ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদের পুরাতন হল রুমে বিতরণ অনুষ্ঠারে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লেঃকর্ণেল কে এম ওবায়দুল হক। এ সময় মেজর সম্্রাট তানভির, সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোঃ হজরত আলীসহ পদস্থ সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ সময় জোন অধিনায়ক প্রশিক্ষনার্থীদের বলেন, প্রশিক্ষন গ্রহন করে ঘরে বসে থাকলে চলবে না। উর্জিত প্রশিক্ষণ যথাযথ কাজে লাগিয়ে আত্ম নির্ভরে সচেষ্ট্য হতে হবে। নিজেদের প্রতিভা বিকাশের নিত্য নতুন ডিজাইনের নকশা তৈরীর মাধ্যমে নিজেদের ভাগ্য বদল করতে হবে।


এছাড়া জোন অধিনায়ক প্রতিটি প্রশিক্ষনার্থীদের সেলাই মেশিন প্রদানের লক্ষে উপজেলা পরিষদের সমন্বয়য়ে বিতরণের আশ্বাস্ত করেন।


উল্লেখ্য পার্বত্য এলাকায় আত্ম সামাজিক উন্নয়নে সেনা বাহিনী বিভিন্ন আয় বর্ধন কর্মসূচী বাস্তবায়ন করছে। এ ছাড়া দুর্গম এলাকায় সুবিধা বঞ্জিত মানুষদের স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে সেনা বাহিনী। প্রশিক্ষণে ৩১ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রদান করেন জোন অধিনায়ক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত