কাপ্তাইয়ে রাইখালীতে জেএএস’র দুই সদস্যকে মারধরের অভিযোগ

Published: 07 Dec 2017   Thursday   

রাঙামাটির কাপ্তাইয়ে রাইখালীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই সদস্যকে  ছাত্রলীগের দুর্বৃত্তদের কর্তৃক মারধররে ঘটনায় তীব্র প্রতিবাদ এবং হামলাকারীদরে অবিলম্বে  গ্রেফতারের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কাপ্তাই থানা কমিটি।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কাপ্তাই থানা কমিটির সহ সভাপতি জন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, বৃহস্পতিবার কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনয়িনরে ডংনালা গ্রাম  থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি  সমিতির রাইখালী ইউনয়িন কমিটির সদস্য উষামং মারমাকে (৩৮) তাঁর বাড়ি থেকে স্থানীয় ছাত্রলীগরে সভাপতি শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানের  নেতৃৃত্বে আওয়ামীলীগের দুর্বৃত্তরা ধরে  নিয়ে যায়। তাকে অমানুষকিভাবে মারধর করতে করতে কোদালা গ্রামরে দিকে নিয়ে যায়। তাৎক্ষণকিভাবে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হলেও পুলিশের পক্ষ থেকে কোন র্কাযকর পদক্ষপে গ্রহণ করা হয়নি। দুপুরে এলাকাবাসী কোদালা গ্রাম  থেকে র মারাত্মক জখম অবস্থায় অপহৃত উষামং মারমাকে উদ্ধার করে। তাকে  চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অন্যদেিক দুপুর জনসংহতি সমিতির রাইখালি ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক কংহ্লাঅং মারমা (৪০) রাইখালি বাজারে গেলে ছাত্রলীগ-আওয়ামীলীগরে একদল র্দুবৃত্ত তাঁকে বেদম  মারধর করে। স্থানীয় জনগণ কংহ্লাঅং মারমাকে উদ্ধার করে বরইছড়ি হাসপাতালে র্ভতি করে।

 

প্রেস বার্তায় কোন উস্কানী ছাড়াই জনসংহতি সমিতির সদস্যদের উপর এহেন কাপুরোচিত হামলা ও মারধররে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত