বিলাইছড়িতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

Published: 07 Dec 2017   Thursday   

জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমা হত্যা’র প্রতিবাদে জেলা যুবলীগের ডাকা হরতালের অংশ হিসেবে বৃহস্পতিবার বিলাইছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

 

সকাল-সন্ধ্যা এ হরতাল চলাকালে কোন প্রকার নৌ-যান চলাচল করেনি। কাপ্তাই-রাঙামাটি উদ্দেশ্যেও নিয়মিত লাইনের বোট ঘাট কোন বোট ছেড়ে যায়নি। বাজারে লোকজনের সমাগম কম ছিল।

 

বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম মোল্লা জানান, উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই হরতাল পালিত হয়েছে।

 

উপজেলা আওয়ামী যুবগলীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজুর রহমান (বাবলু রানা) জানান, আজকের একদিনে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে আগামী শনিবার হতে এ উপলক্ষে আরও কর্মসূচি দেওয়া হতে পারে। যা জেলা কমিটির মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হবে।

 

উল্লেখ্য গেল ৫ ডিসেম্বর জুরাছড়ি উপজেলার যুবলীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চাকমাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এছাড়া বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রাসেল মার্মার উপর দুর্বৃত্তরা হামলা করলে তিনি আহত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত