বিলাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ দিবসে মানববন্ধন

Published: 09 Dec 2017   Saturday   

রাঙামাটির বিলাইছড়িতে  মানবন্ধন ও আলোচনা সভারমধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) -এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়–য়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রূপম চাকমা।

 

আরও বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব দাশ। এর আগে একটি র‌্যালী বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

বক্তারা বলেন, দেশে এমনও লোক আছে যারা দুর্নীতিকে পেশা হিসেবে নিয়েছে। এ দুর্নীতিকে প্রতিরোধ করতে হলে পরিবার হতে পদক্ষেপ গ্রহন করতে হবে। পরিবারে যদি অনিয়ম বা দুর্নীতিমূলক কার্যকলাপগুলো না শিক্ষা দেওয়া হয়, তাহলে প্রজন্ম দুর্নীতিমুক্ত হয়ে গড়ে উঠতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত