খাগড়াছড়িতে পাহাড়ী ছাত্রের সমাবেশ

Published: 09 Dec 2017   Saturday   

শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত সার্কুলার বাতিল ও ৮ দফা দাবীতে শনিবার খাগড়াছড়িতে ছাত্র সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ,খাগড়াছড়ি জেলা শাখা।

 

খাগড়াছড়ি স্বনির্ভর ইউপিডিএফ কার্যালয়ের সামনে সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা,পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপুল চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা। সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ, চেঙ্গী স্কোয়ার হয়ে স্বর্ণিভর এলাকায় গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা, শিক্ষা মন্ত্রনালয়ের জারিকৃত সার্কুলার প্রত্যাহারসহ পাহাড়ী ছাত্র পরিষদের ঘোষিত ৮দফা দাবি বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রামে দমন পীড়ন বন্ধের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত