আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস খাগড়াছড়িতে আলোচনা সভা

Published: 09 Dec 2017   Saturday   

“আসুন দুর্নীতিবাজ বিরুদ্ধে একতাবদ্ধ হই” স্লোগানে শনিবার খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি(সনাক) এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটির সহকারী পরিচালক নজরুল ইসলাম, সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, দুপ্রক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার বক্তব্য রাখেন। টিআইবি’র পক্ষে ধারণা পত্র পাঠ করেন খাগড়াছড়ি অঞ্চলের ব্যবস্থাপক আব্দুল মান্নান আকন্দ।

 

বক্তারা, সমাজ থেকে দুর্নীতির মূল উৎপাটন করতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে টিআইবি-সনাক ও দুপ্রক’র প্লাটফর্ম তরুণ প্রজন্মের কাছে ইতিবাচক ধারণা রাখছে বলে জানান বক্তারা।

 

আলোচনা সভায় টিআইবি’র ইয়েস সদস্যরা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত