আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানিকছড়িতে নানা আয়োজন

Published: 09 Dec 2017   Saturday   

শনিবার খাগড়াছড়ির মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

 

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম।

 

দুপ্রক সদস্য সচিব সাংবাদিক আবদুল মান্নান এর সঞ্চলনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দীন খান, মৎস্য কর্মকর্তা মো. শাহাজাহান সিরাজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা সমন্বয়কারী মো. ইয়াছিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. আবদুল মান্নান পাটোয়ারীসহ পরিসংখ্যান, আইসিডি ও উপজেলা রির্সোস সেন্টার কর্মকর্তা প্রমূখ। সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবাইকে গণ-জোয়ার সৃষ্টিতে এগিয়ে আসার আহব্বান জানান।

 

 সভা শেষে অতিথিরা ‘দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় ক,খ,গ গ্রুপে বিজয়ী ৯ জন এবং বিশেষ বিবেচনায় আরো ৪জনসহ মোট ১৩জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

এর আগে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলা পরিষদ সংলগ্ন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা সরকারী বিভিন্ন দপ্তর প্রধান,জনপ্রতিনিধি,শিক্ষক, পুলিশ,সাংবাদিক, কর্মচারী ও নারীরা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত