রাঙামাটি প্রাণীসম্পদ দপ্তর হতে স্প্রে মেশিন বিতরণ

Published: 10 Dec 2017   Sunday   

রাঙামাটি জেলা প্রাণীসম্পদ দপ্তর থেকে সোমবার ১০টি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ৩৫টি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। 

 

উপজেলা প্রাণী সম্পাদ কার্যালয়ে জেলা প্রাণীসম্পদ বিভাগের আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জনদের হাতে এ স্প্রে মেশিনগুলো তুলে দেন।

 

বিতরনী অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোরঞ্জন ধর, নানিয়ারচর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা অমর জ্যাতি চাকমা, জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটনারী সার্জন ডাঃ দেবরাজ চাকমা’সহ বিভিন্ন উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জনগন উপস্থিত ছিলেন ।

 

খামারীরা জেলা ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর হতে নিজ নিজ খামারে ব্যবহারের জন্য এ স্প্রে মেশিনগুলো নিতে পারবেন বলেন জানান প্রাণী সম্পদ কর্মকর্তা।

 

এর আগে জেলা প্রাণীসম্পদ দপ্তরে ডিসেম্বর মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত