টাস্কফোর্স চেয়ারম্যান নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা

Published: 10 Dec 2017   Sunday   

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে কদমতলীস্থ সংসদ সদস্যের বাসভবনে নেতাকর্মীরা ফুল নিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে শুভেচ্ছা জানাতে আসেন।

 

টাস্কফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল করতে কাজ করবেন বলে জানান তিনি।

 

উল্লেখ্য, রোববার  রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সমন্বয়-১)রীতা চাকমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জারি মাধ্যমে সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে গত ২রা ডিসেম্ববর ১৯৯৭ তারিখে সম্পাদিত চুক্তি অনুযায়ী ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে খাগড়াছড়ির ২৯৮ সংসদ সদস্য  কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নিয়োগ দেয়া হয় । একই সাথে ২৩/০৩/’২০০৯ ইং তারিখ, পাচবিম (সম-১)-০৯/৯৯(অংশ-১)-২১৫ নং স্মারকের মাধ্যমে  যতীন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত